রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাবিতে মক ট্রায়াল প্রেজেন্টেশন অনুষ্ঠিত


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৬

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৬

বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মক ট্রায়াল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স এর সেমিনার কক্ষে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড’র সহায়তায় ইউএসএইড অবিরোধ: রোড টু টলারেন্স কর্মসূচীর আওতায় মক ট্রায়াল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভারসিটি এবং এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভারসিটি, বাংলাদেশ এর আইন বিভাগের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

মক ট্রায়াল প্রেজেন্টেশন অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার আদালত রাজশাহীর অনুপ কুমার। এবং রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ  এনায়েত কবির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনিকাল এ্যাডভাইজার, ইন্টার ইউনিভারসিটি ল’ক্লিনিক-রাজশাহী ও প্রফেসর, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর আবু নাসের ওয়াহিদ। সহায়তা করেন সহকারী টেকনিকাল এ্যাডভাইজার, ইন্টার ইউনিভারসিটি ল’ক্লিনিক-রাজশাহী ড. নাসরিন রহমান। সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইন্টার ইউনিভারসিটি ল’ক্লিনিক-রাজশাহী প্রকল্পের সমন্বয়কারী তছলিম আহমেদ টংকার।

এ প্রকল্পের আওতায় গত জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স এর সেমিনার কক্ষে নির্ধারিত ৭২ জন ছাত্র-ছাত্রী এবং ১২ জন শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য ৬টি বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহনের পূর্বে প্রতিটি টিম পূর্ব প্রস্তুতি হিসেবে মহড়ায় অংশগ্রহন করেন।

এছাড়া আগামী ০৫ অক্টোবর ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে Mock Trial Presentation and Award Ceremony অনুষ্ঠিত হবে।

আর পি/এম আই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top