রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


রাবি গোরস্থান মসজিদের উদ্বোধন


প্রকাশিত:
৬ মে ২০২০ ২১:৩৪

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গোরস্থানে নির্মিত নতুন মসজিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গোরস্থানে নির্মিত নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় নবনির্মিত এ মসজিদটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থান মসজিদ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত) জানান, ২০১৮ সালের ৫ নভেম্বর থেকে নির্মানাধীণ দ্বিতল এই মসজিদটির চুক্তিমূল্য ধরা হয়েছিলো ১ কোটি ৮৭ লক্ষ ৫৯ হাজার ৫৩৩ টাকা। ৪ হাজার ৭১০ বর্গফুট জমির উপর ২ হাজার ৪৩৪ বর্গফুট আয়তনের এ মসজিদে একসাথে প্রায় ৬০০ জন মুসল্লি নামাজ পড়তে পারবেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, গোরস্থানটিতে অনেক আগে নির্মিত টিনশেডের একটি জরাজীর্ণ মসজিদ ছিলো। পরবর্তীতে সেটি ভেঙ্গে দিয়ে নতুন পরিসরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার এম এ বারি প্রমুখ।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top