মারা গেলেন রাজশাহী কলেজ ছাত্র মেহেদী

রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টায় নওগাঁর সাপাহারে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এমবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা গেছে- মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মানুষ হিসেবে তিনি খুবই মিশুক ও প্রাণখোলা ছিলেন বলে জানান তার সহপাঠীরা।
ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী কলেজ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় শোকবার্তায় মেহেদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, আমি ছেলেটিকে চিনি। তার বাহুর নিচে কি একটা হয়েছিল। ক্যন্সার হয়ে মারা গেছেন ছেলেটি। এতো অল্প বয়সে মারা গেল! যুবক ছেলে! খুব খারাপ লাগছে।
আরোও পড়ুন: শপিং মল খোলার ঘোষণায় ‘অশনি সংকেত’ শুনছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: