আট শতাধিক কর্মহীন পরিবারে ত্রাণ বিতরণ রাবি ছাত্রলীগের

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে রাজশাহীর নওহাটার আট শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নওহাটা মহিলা কলেজ মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
ফয়সাল আহমেদ রুনু বলেন, সারাদেশে করোনা মোকাবেলায় লকডাউন থাকায় খেটে খাওয়া অনেক মানুষের কর্ম বন্ধ হয়ে গেছে। খাদ্য সামগ্রী বিরতণের মাধ্যমে আমরা তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এর আগেও আমরা হ্যান্ড স্যনিটাইজার ও মাস্ক বিরতণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা মহিলা কলেজের অধ্যক্ষ মো. কাউসার আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, নওহাটা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান প্রমুখ।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: