রাবির ১১তম সমাবর্তন
৩০ নভেম্বর, নিবন্ধন ফি ৩ হাজার ৫৭০ টাকা

সমাবর্ত ক্যাপের প্রতীকি ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন হবে আগামী ৩০ নভেম্বর। এ উপলক্ষে প্রস্তুতি নেয়া হয়েছে। এতে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রীধারী শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
নিবন্ধন ফি ধরা হয়েছে ৩ হাজার ৫৭০ টাকা (সার্ভিস চার্জ ৭০ টাকা)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতি হিসেবে থাকার সম্মতি জানিয়েছেন।
এর আগে, ৩০ নভেম্বর কিংবা ৭ ডিসেম্বর সমাবর্তন হবে বলে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। পরে ৩০ নভেম্বরই সমাবর্তন হবে বলে জানানো হলো।
২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান প্রত্যেক বছর সমাবর্তন আয়োজনের ঘোষণা দেন।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: