রাজশাহী রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১


রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহনারা হোসেন আর নেই


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৬

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৭

অধ্যাপক ড. শাহনারা হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহনারা হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় তিনি মারা যান। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান ডলফিন মসজিদে বাদ জোহর মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

শাহনারা হোসেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবীণ শিক্ষক ইমেরিটাস অধ্যাপক ড. এ বি এম হোসেনের সহধর্মিণী। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

অধ্যাপক শাহনারা হোসেন ১৯৬০ সালে রাবির ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০০০ সালের ৩০ মে তিনি অবসর গ্রহণ করেন।

 

আরপি/এসআর

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top