হরিজন পল্লির ১৫০ পরিবারের পাশে রাজশাহী কলেজ

২০ হাজার পরিবারের মাঝে চাল-ডাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এসংকট মূহুর্তে দেশসেরা রাজশাহী কলেজও সাহায্যের হাত বাড়িয়ে দিলো । রাসিকের পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গতকাল ৪ হাজার কেজি চাল প্রদানের ঘোষণা দেয় কলেজটি।
সেই ধারাবাহিকতায় আজ রোববার রাজশাহীর হেঁতেম খাঁ হরিজন পল্লিতে ১৫০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, সাবান ও মাস্ক বিতরণ করেছে রাজশাহী কলেজ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের বিতরণকৃত চাল মূলত ৬ হাজার কেজি। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য ৪ হাজার কেজি এবং আমরা নিজে ২ হাজার কেজি বিতরণ করব।আজ হেঁতেম খাঁ হরিজন পল্লিতে ১৫০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরোও জানান, আজ বিকেলে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, সাবান ও মাস্ক বিতরণ করা হবে।
এদিকে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ অব্যাহত রেখেছে কলেজটি। এ পর্যন্ত কলেজের রসায়ন বিভাগের উৎপাদনকৃত প্রায় ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার হাসপাতাল, ব্যাংক, সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভাগসহ পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে কলেজ প্রশাসন। এছাড়া আগামীতে বিতরণ করা হবে ৪০০ পিস সাবান।
আরপি/এমএইচ
বিষয়: রাজশাহী কলেজ রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: