রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


৪ হাজার কেজি চাল সাহায্য দেবে রাজশাহী কলেজ


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ০৩:৫২

আপডেট:
২৯ মার্চ ২০২০ ০৪:৪৫

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন- ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এতে কাজে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষরা। এসকল অসহায় মানুষের কথা বিবেচনায় ২০ হাজার পরিবারের মাঝে চাল-ডাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিল দেশসেরা রাজশাহী কলেজ। এসকল মানুষের পাশে দাড়াতে ৪ হাজার কেজি চাল প্রদানের ঘোষণা দিয়েছে রাজশাহী কলেজ। আজ শনিবার রাজশাহী কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে এ ঘোষণা দেয়া হয়।

রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এই ৪ হাজার কেজি চাল আগামীকাল রোববার (২৯ মার্চ) রাজশাহী সিটি কর্পোরেশন মেয়রের হাতে তুলে দেয়া হবে বলে জানান অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

এদিকে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ অব্যাহত রেখেছে কলেজটি। এ পর্যন্ত কলেজের রসায়ন বিভাগের উৎপাদনকৃত প্রায় ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার হাসপাতাল, ব্যাংক, সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভাগসহ পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে কলেজ প্রশাসন। এছাড়া আগামীতে বিতরণ করা হবে ৪০০ পিস সাবান।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, দেশের চরম সংকটের মূহুর্তে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এসকল কার্যক্রম পরিচালনা করছি। আগামীতেও যে কোনো মুহূর্তে মানবতার সেবায় এগিয়ে আসবে রাজশাহী কলেজ।

 

আরপি/এসআর

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top