রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ঢামেকের দুই চিকিৎসক কোয়ারেন্টিনে


প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ২২:০৪

আপডেট:
২ মে ২০২৪ ০৫:১০

প্রতীকি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানসহ দুই চিকিৎসক হোম কোয়ারেন্টিনে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষ আবুল কালাম টেলিফোনে জানান, হৃদরোগ বিভাগের প্রধান আবদুল ওয়াদুদ ও বক্ষব্যাধী বিভাগের অধ্যাপক মহিউদ্দিন হোম কোয়ারেন্টিনে আছেন।

জানা গেছে, তারা বেশ কয়েকদিন ধরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আবদুল ওয়াদুদ ১৬ মার্চ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেম্বারে এক বয়স্ক রোগীকে দেখেন।

রোগীটি নিউমোনিয়ায় ভুগছিলেন। এর দুদিন পর সামান্য জ্বর অনুভব করেন। ওই রোগীটি কোভিড-১৯ পজেটিভ এবং সে ভেন্টিলেটরে আছেন। তারপর থেক চিকিৎসক ওয়াদুদ হোম কোয়ারেন্টিনে আছেন।

করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত বাংলাদেশে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

 

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top