রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহী মেডিকেলে বঙ্গবন্ধুর মুর‌্যাল


প্রকাশিত:
১৭ মার্চ ২০২০ ০৫:৫৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৬

 

রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা অবিচ্ছেদ্য অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে ভালোভাবে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল, রাজশাহী মেডিকেল কলেজ উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. এস.আর তরফদারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামেক ছাত্রলীগের সভাপতি ডা.মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সালেহ রাব্বী প্রমুখ।

আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top