রাজশাহী রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন রাবি প্রক্টর


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০২:৪৯

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৮:৫১

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টার পদ থেকে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেই পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরআগে গতকাল রোববার (০৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে’ ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়া হয়। এই পদে নতুন করে কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেই পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরোও পড়ুন: পরণে লাল বেনারসি, গা ভর্তি গয়না সবই আছে নেই শুধু প্রাণ

এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, সহকারী প্রক্টর সেলিম রেজাসহ অন্যান্য প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ১ অক্টোবর রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানুকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ছাত্র উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top