রাজশাহী কলেজ
‘স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’র যাত্রা শুরু

শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে ’স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ যাত্রা শুরু করেছে রাজশাহী কলেজ।
বৃহস্পতিবার হাজী মুহম্মদ মহসিন ভবনে রাজশাহী কলেজ বিসিএস ক্লাবের আয়োজনে এ প্রজক্টের র্কাযক্রম শুরু হয়। এতে অংশগ্রহন করেন কলেজের বিভিন্ন বিভাগের অন্তত ৬০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আব্দুস সামাদ ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজে অধ্যক্ষ বলেন, বাংলা ভাষা আমার মাতৃভাষা। বাংলা তো আমার অহংকার, আমরা বাংলা ভাষা চর্চা অব্যাহত রাখবো। পাশাপাশি বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে মোকাবেলা করতে ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।
উদ্বোধনীয় ক্লাস পরিচালনা করেন প্রজেক্টের কডিনেটর ফারহাতুল হাসান নির্ঝন ও কো-অডিনেটর মোঃ নাহিদুল হাসান রাজ।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: