রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


রাবিতে বাথরুমে ছাত্রীর গোপন ভিডিও ধারণ: ছাত্র আটক


প্রকাশিত:
৩ মার্চ ২০২০ ১৭:২৫

আপডেট:
৩ মার্চ ২০২০ ১৭:৩৭

ছবি: সংগৃহীত

গোপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভিডিও ধারণ করার অভিযেগে রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে সোমবার সাড়ে রাত ৮টায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিরাজী ভবনের তৃতীয় তলায় বাথরুমে যাওয়ার পর ভিডিও ধারণ করে রায়হান। বাথরুম থেকে বের হওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই শিক্ষার্থী। বন্ধুদের বিষয়টি সম্পর্কে জানালে তারা ওই যুবককে আটক করে মারধর করেন। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

আরোও পড়ুন: শুধু পাপিয়াকে খুশি করতেই হয়েছিল নতুন কমিটি!

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, অভিযুক্ত ওই যুবক এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। এখনও এই বিষয়ে কোন মামলা হয়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, আমি যতটুকু জানি এই যুবক বহিরাগত। ওই যুবক তাকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে দাবি করেছেন। তার বাড়ি নওগাঁয়। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে দিয়েছি।

 

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top