রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


রাবিতে রবীন্দ্রনাথের নারী ভাবনা শীর্ষক সেমিনার


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৫

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০২

রাবিতে রবীন্দ্রনাথের নারী ভাবনা শীর্ষক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্রনাথের নারী ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ বাংলাদেশ (আইবিএস) ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

এসময় রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে রক্ষণশীলতা, স্ত্রীর প্রতি আচরণ, সমাজে নারীর অবস্থান, কন্যাদের লালন, মেয়েদের আনুষ্ঠানিক পড়াশোনায় তার মনোভাব, শিক্ষা ও সাহিত্যে নারীর প্রতি দ্বিমুখী মনোভাব নিয়ে আলোচনা রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ।

আরোও পড়ুন: সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাবি

এসময় আরও বক্তব্য দেন, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. সনৎ কুমার সাহা, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক ড. হাসান আজিজুল হক। সেমিনারে বিশিষ্ট সাহিত্যানুরাগী ব্যক্তিত্বসহ আইবিএস এর প্রায় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top