রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মেয়াদোত্তীর্ণ পানীয় রাখায় রাবিতে দুই দোকানকে জরিমানা


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২৩:২১

ছবি: প্রতীকী

মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থিত দুটি দোকানকে আটহাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল দোকান দু’টিকে জরিমানা করেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মাদার বখশ্ হলের সামনে অবস্থিত মনিরুল স্টোরকে পাঁচ হাজার ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থিত মডার্ন ফটোস্ট্যাটকে তিন হাজার টাকা জরিমানা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। মডার্ন ফটোস্ট্যাট দোকানে ফটোকপির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি করা হয়।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top