রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজে বসন্ত বরণ উদযাপন ১৪ ফেব্রুয়ারি


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৭

আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৬

গাছের মুকুলে মুকুলে গজিয়ে উঠেছে নতুন কুঁড়ি। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শিমুল ফুল জানান দিচ্ছে কিছু একটা হয়েছে প্রকৃতির। থেমে থেমে কানে ভেসে আসছে কোকিলের ডাক। এই বুঝি এসে গেছে ঋতুরাজ বসন্ত। সেইসাথে শুরু হয়ে যায় দেশব্যাপী বসন্ত বরণ উৎসব। এ উৎসব ঘিরে থাকা মাতোয়ারা পরিবেশ।

 

 

প্রকৃতির অপরুপ লীলা বসন্তকে বরণ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী কলেজ। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীর স্বতঃফূর্ত অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়। এবছরও তার ব্যতিক্রম নয়।

উৎসব ঘিরে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ইতোমধ্যে কলেজের প্রতিটি বিভাগকে নোটিশ প্রদান করেছেন। প্রতিটি বিভাগের অন্তত দেড়শ জন করে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

অন্যান্য বছরের ন্যায় এবারও সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বসন্ত বরণের উদযাপন শুরু হবে। সেই সাথে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলোচনা সভা, বাউল সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে দিনটি ঘিরে।

 

আরপি/ এমএএইচ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top