রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৮:১৬

রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘বই পড়ি, স্বদেশ গড়ি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যায়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রয়ারি) আনন্দ র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এবং ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি গ্রন্থাগার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

এর আগে গ্রন্থাগার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী মো. জাকারিয়া বলেন, জ্ঞানভিত্তিক আধুনিক সমাজ বিনির্মাণে ও আলোকিত মানুষ গড়তে গ্রন্থাগারের ভূমিকা অপরিহার্য। তথ্য প্রযুক্তির যুগেও বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রন্থাগারের পাঠক সেবা, তথ্য সেবা, গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক অন্যান্য সেবা পাওয়ার বাধাহীন সুযোগ থাকায় গ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন আলোকিত মানুষ। আর এই আলোকিত মানুষ তৈরিতে সৃজনশীল চর্চার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

আরপি/ এআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top