রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ০৬:১৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৬

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরও তার সহযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্বদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবারদুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি শাখা সাধারণছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন
করা হয়।


সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের যুগ্ম-আহ্বায়ক মোরসেদুল আলমের সঞ্চালনায় আরবী বিভাগের প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভয়ের উপত্যাকায় পরিণত হয়েছে।বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শিক্ষা ও গবেষণা বাদ দিয়ে গুন্ডাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ফেলে দেয়ার মত
ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।

এটি নতুন ঘটনা নয়। এর প্রধানকারণ হচ্ছে দেশে বিচারহীনতার যে সাংস্কৃতি চালু হয়েছে,ফলে সন্ত্রাসী কর্মকান্ড বেড়েই চলছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দাবি করেন তিনি। একই সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এই সন্ত্রাসী ও জঙ্গী সংগঠনকে নিষিদ্ধের দাবিও জানান।

এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবুল সালেহ হাসান নকিব বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় হওয়া দরকার নিরাপদ অবস্থান। কোন বিশ্ববিদ্যালয় যখন একজন
শিক্ষার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সেটি আর বিশ্ববিদ্যালয় থাকে না। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে গেলে কোন রাজনৈতিক পরিচয় লাগেনা।

একজন মানুষের মানবিক ও শিক্ষা সম্পর্কে ধারণা থাকলেই অন্যায়ের বিরুদ্ধেপ্রতিবাদ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আস্কারায় এঘটনা ঘটেছে। আজ কোন মুক্তিযোদ্ধার চেতনায় তাদের ওপরহামলা করা হয়েছে ?

এরা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম ধারণ করেমুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেন তিনি।মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাকসু আন্দোলন মঞ্চেরসমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, সদস্য মাহমুদ সাকী, রাবি শাখাছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন,ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম, রাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার প্রমুখ।

আরপি/ এএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top