আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ বিতর্ক শাখায় চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে রাজশাহী কলেজ।
গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
রাজশাহী কলেজের বিতর্ক দলের সদস্য ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, শাহরিয়ার কবির শেখর ও নূর শামীম। ত্রিমাত্রিক যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণা, যা কলেজের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।
প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা অনুভূতি ব্যক্ত করে বলেন, নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। আশা রাখি জাতীয় পর্যায়েও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব তাই সকলের দোয়া চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
আরপি/আআ
বিষয়: রাজশাহী কলেজ
আপনার মূল্যবান মতামত দিন: