১৪ তম বর্ষে পদার্পণ করলো আরসিআরইউ

২০১২ সালের ৮ এপ্রিল। যাত্রা শুরু হয় দেশসেরা রাজশাহী কলেজের একমাত্র সাংবাদিকতা চর্চায় নিযুক্ত সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। সংগঠনটি ১৩ বছর পূর্ণ করে ১৪ তম বর্ষে পদার্পণ করল। ২০১২ সালের এই দিনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
দেশসেরা এই বিদ্যাপীঠে সাংবাদিকতায় পাঠ নেয়ার সুযোগ নেই। তাই বলে এ ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চর্চা ও কলম যুদ্ধ হবে না, এ ধারণা পাল্টে দিয়েছে আরসিআরইউ। সাংবাদিকতার চর্চায় যুক্ত করেছে নতুন মাত্রা।ধর্মীয় আদর্শ ও মূল্যবোধের এবং রাষ্ট্র ও সমাজ পরিপন্থী নয় এর সংস্কৃতি বিকাশ, লালন, উন্নতি সাধন, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুস্থ ও সাংবাদিকতার চর্চাকে উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আরসিআরইউ।
সংগঠনের প্রতিটি সদস্য সাংবাদিকতার নীতি-নৈতিকতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাহসের সাথে সত্য প্রকাশ করে যাচ্ছে। কারো লেজুড়বৃত্তি না করে প্রতিষ্ঠালগ্নকাল থেকে নিরপেক্ষভাবে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে আসছে আরসিআরইউ। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে আপসহীন ভাবে কাজ করে যাচ্ছে তারা। সংগঠনটি দেশ ও জাতির বিভিন্ন সংকটেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
যেকোন দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহী কলেজসহ সর্বমহলে গ্রহণযোগ্য ও আস্থার সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে রাজশাহী কলেজ এ রিপোর্টার্স ইউনিটি। রাজশাহী কলেজে সুশাসন প্রতিষ্ঠা করতে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরপি/আআ
বিষয়: আরসিআরইউ ১৪ তম বর্ষে পদার্পণ
আপনার মূল্যবান মতামত দিন: