রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির হাত ধরে সাংবাদিকতায় পেশাদারিত্বের উন্মেষ

সত্যের সন্ধানে আরসিআরইউ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের যাত্রা শুরু। সাংবাদিকতা চর্চার উদ্দেশ্যকে সামনে রেখে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) ২০১২ সালের ৮ই এপ্রিল প্রতিষ্ঠিত হয় কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাত ধরে। আজ ৮ ই এপ্রিল, ১৩ বছর শেষে ১৪ বছরে পা রাখলো রিপোর্টার্স ইউনিটি। শুভ জন্মদিন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এক সম্ভাবনার নাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্বের নতুন ধারা তৈরি করছে আরসিআরইউ। শুধু সংবাদ সংগ্রহ বা লেখালেখির মধ্যেই নয়, সদস্যদের সংবাদ নীতিমালা, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা ও মিডিয়া নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। এতে তরুণ রিপোর্টারদের মধ্যে তৈরি হচ্ছে দায়িত্বশীল ও পেশাদার মানসিকতা।
উল্লেখ্য, আরসিআরইউ বিগত কয়েক বছর ধরে রাজশাহী কলেজ ক্যাম্পাসের নানা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরছে গণমাধ্যমে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিটি সদস্য। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির এই অগ্রযাত্রা শুধু একটি কলেজ নয়, গোটা ক্যাম্পাস সাংবাদিকতার জগতে নতুন আসার আলো দেখাচ্ছে।
তরুণদের কলমে উঠে আসছে ক্যাম্পাসের বাস্তবতা, সমাজের সমস্যা ও সম্ভাবনার চিত্র। দৈনিক জাতীয় পত্রিকা গুলোতে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির একাধিক সদস্যের লেখা প্রকাশ পায়। এই সংগঠনের গড়ে ওঠা সাংবাদিকরা স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। বর্তমান সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: