শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো রাজশাহীর ৪ শিক্ষার্থী

বাংলাদেশ স্কাউটস, কাব স্তরের সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে
রাজশাহীর চার শিক্ষার্থী। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, রাজশাহী ওপেন স্কাউটস গ্রুপের কাব স্কাউট সম্পূর্ণ রচয়িতা স্বর্ণ, কাব স্কাউট ওয়াহিদ বিন ওয়ালি, কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার ও কাব স্কাউট আরহাম সাফির উল্লাহ। তারা সকলেই প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী।
স্কাউটিং এমন একটি সংগঠন যা আত্মনির্ভরশীল, পরোপকারী ও সুশৃঙ্খল নাগরিক গড়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। শাপলা কাব অ্যাওয়ার্ড সেই পথচলার অন্যতম স্বীকৃতি। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত ৯ মার্চ তারা এই গৌরব অর্জন করেন।
স্কাউটদের জন্য শাপলা কাব অ্যাওয়ার্ড কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রশিক্ষণের ফসল। কাব স্কাউটদের শারীরিক ও মানসিক দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের দায়িত্বশীল করে তোলা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য। এই পুরস্কার অর্জনের জন্য কাব স্কাউটদের একাধিক ধাপে পরীক্ষা দিতে হয়। লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড ও আত্মনির্ভরশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। রাজশাহীর চার শিক্ষার্থী এই কঠিন পরীক্ষাগুলো পেরিয়ে সর্বোচ্চ কাব স্কাউট স্বীকৃতি অর্জন করেছেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তির পর এক আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোহাম্মাদ আসাফ সারওয়ার। তিনি বলেন,
শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক কাব স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আসাফ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড ধারী আসাফ হওয়ার যাত্রায় সম্পৃক্ত সকল শিক্ষকসহ জনাব মো: শিমুল হোসাইন- উডব্যাজার স্যার ও স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
স্কাউট লিডার মো. শিমুল হোসাইন মনে করেন, এই কাব স্কাউটরা ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি বলেন,”রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা কেবল এই সম্মান অর্জন করেই থেমে থাকবে না, বরং তারা সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
বাংলাদেশ স্কাউটস-এর উন্নয়ন অগ্রযাত্রায় এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্কাউটিং শুধু দীক্ষা বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের এক শক্তিশালী মাধ্যম। বিশ্বব্যাপী স্কাউটিং আন্দোলনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দেশপ্রেম জাগ্রত করা এবং মানবসেবায় উদ্বুদ্ধ করা। শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে রোভার স্কাউটিংসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকা রাখতে পারে। এ ছাড়া, স্কাউটিংয়ের মাধ্যমে তারা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার কৌশল, বিপদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দলগত নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে।
শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে এই চার শিক্ষার্থী শুধু নিজেদের সফল করেছে এবং রাজশাহীর স্কাউটিং আন্দোলনকেও অনুপ্রাণিত করেছে। তাদের সাফল্য নতুন প্রজন্মের স্কাউটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বাংলাদেশের স্কাউটিং আন্দোলনে রাজশাহীর এই চারজন কাব স্কাউটের অর্জন নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যা আগামী দিনে আরও অনেক কাব স্কাউটকে অনুপ্রাণিত করবে আত্মনির্ভরশীল, পরোপকারী ও দেশপ্রেমিক হয়ে ওঠার পথে।
আরপি/আআ
বিষয়: শাপলা কাব রাজশাহী বাংলাদেশ স্কাউটস
আপনার মূল্যবান মতামত দিন: