রাজশাহী কলেজে প্রফেসর মোঃ গোলাম ফেরদৌস এর বিদায় সংবর্ধনা

দেশ সেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম ফেরদৌস এর অবসরজনিত পি.আর.এল বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী কলেজের কলাভবনের ৪০৬ নাম্বার রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, প্রফেসর মোঃ গোলাম ফেরদৌস শিক্ষক হিসেবে ছিলেন ছাত্র বান্ধব প্রকৃতির। তিনি তার শিক্ষার্থীদের জন্য সবসময় কল্যাণকর কার্যক্রম পরিচালনা করে গেছেন। তার হাত ধরে মার্কেটিং বিভাগ আজকে অনেক কৃতিত্ব অর্জন করেছে। স্যারের ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা সবসময়, তিনি যেন অবসরের পর বাকি জীবনটা সুস্থ ও সুন্দর ভাবে কাটাতে পারেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাজিয়া সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিদায় কালের শেষ মুহূর্তের বক্তব্যে প্রফেসর মোঃ গোলাম ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি রাজশাহী কলেজে ২৮ বছর ধরে রয়েছি। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আজকে আমাকে তোমাদের সকলের মাঝে থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। বিদায়ের মূহুর্তটা বেদনাদায়ক! রাজশাহী কলেজ আমার জীবনে স্মৃতি হিসেবে নয়, আমার জীবনের একটি অংশ হিসেবে থেকে যাবে।
তিনি আরো বলেন, আমি মনে করি আমারা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভা রয়েছে, ভবিষ্যতে আমার কোনো শিক্ষার্থী বেকার থাকবে না। আমার শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে ভবিষ্যতে অনেক দূরে সফলতার পথে এগিয়ে যাবে। আমার শিক্ষার্থীদের প্রতি আমার সবসময় ভালোবাসা ও দোয়া থাকবে। আমার সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলতার পথে এগিয়ে যাক তাদের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রফেসর মোঃ গোলাম ফেরদৌস এর জীবনীর উপর একটি ডকুমেন্টারি উপস্থিত সকলের মাঝে প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা স্যারের কর্মজীবনের দিকগুলো সকলের সামনে তুলে ধরেন এবং স্যারের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: