জমে উঠেছে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

দীর্ঘদিন পর রাজশাহী কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষের প্রকাশনা উৎসব শুরু হয়েছে। ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার এই আয়োজন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
গত শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী। এসময় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী ইমরান নাজির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপনী বলে জানিয়েছেন আয়োজকরা।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জুলাই বিপ্লবে রাজশাহীর দুই শহিদ সাকিব আনজুম ও আলী রায়হানের স্মরণে প্রকাশনা উৎসবের দুইটি গেটের নামকরণ করা হয়েছে। ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও বইয়ের স্টলে ক্ষণে ক্ষণে বন্ধুবান্ধবসহ ভীড় জমাচ্ছেন কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা। স্টলে ছোট-বড় তিন ধরনের ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, বড় ও ছোটদের জন্য শিক্ষামূলক ও বিভিন্ন ইসলামি বই, ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। তাদের অনেকে এসব প্রকাশনা সামগ্রী দেখছেন আবার অনেকে নিজের জন্য বা প্রিয়জনের জন্য সুলভ মূল্যে কিনে নিচ্ছেন। এছাড়াও স্টলে বসে বিভিন্ন বই মনোযোগ সহকারে পড়ারও সুব্যবস্থা রয়েছে। সুসজ্জিত ও দৃষ্টিনন্দন লাইটিং, আর রঙবেরঙের আলোর সাজ পুরো উৎসবে তৈরি করছে এক ভিন্ন আবহ।
প্রকাশনা উৎসবে আসা কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, এখানে ধর্মীয় বইসহ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বই রয়েছে। যা মানসিক চিন্তা শক্তির বিকাশ ঘটাতে সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার বাহিরে অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করতে পারছে যা আমার কাছে ভালো লেগেছে।
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অঙ্কুশ সরকার বলেন, এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারছি। মেলায় বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে। যা সব ধরনের বই প্রেমীদের জন্য অনেক উপকারী।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বইমেলার এই আয়োজন আমাদের জন্য উপকারী। এতোদিন আমরা ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিভিন্নভাবে জেনেছি। কিন্তু এই বইমেলা কার্যক্রম আমাদের মাঝে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ইতিবাচক ভাবনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার বলেন, আমার মেলায় এখনো যাওয়া হয়নি। সেখানে কি ধরণের বই রয়েছে বা কারা আয়োজন করেছে, সঠিকভাবে জানি না। তবে দেখেছি সেখানে বই উৎসবের আয়োজন করা হয়েছে, আলী রায়হান নামে একটি গেট করা হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে প্রকাশনার বিষয়টি প্রশংসনীয় এবং বই মানুষকে আলোকিত করে। তাই প্রকাশনা উৎসবের মাধ্যমে বিভিন্ন লেখকের বই মানুষের হাতে তুলে দেওয়া একটি মহৎ কাজ।
সার্বিক বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ জানান, রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাদের এই বই উৎসবটি মূলত শিক্ষার্থীদের জন্য। ইসলামী ছাত্রশিবির একটি ক্রিয়াশীল ছাত্রসংগঠন। আমাদের ২০০টির অধিক প্রকাশনী রয়েছে। আমাদের প্রকাশনা উৎসবে ইসলামী ছাত্রশিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, কিভাবে ইসলামী ছাত্রশিবির পরিচালিত হয় ইত্যাদি বিষয় প্রকাশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি একজন শিক্ষার্থীর জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বই এবং একজন আদর্শ মুসলিম হিসেবে করণীয় কি সেসব বিষয়ের বই রাখা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং তাদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। চব্বিশ-র গণঅভ্যুত্থানে শহীদরা যে সোনালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে সেটি রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: