রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


‘আমরা মিথ্যা চর্চা থেকে বিরত থাকবো’


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৪ ২১:২২

আপডেট:
৫ নভেম্বর ২০২৪ ১৫:০৯

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেছেন, আমরা মিথ্যা চর্চা থেকে বিরত থাকবো। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিবো না, তাহলে আমরা আশা করা যায় যত ধরনের আমাদের মধ্যে দোষগুলো থাকে আশা করা যায় থাকবে না।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধায় রাজশাহী কলেজের মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে শুভ দীপাবলি মহোৎসব আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ বলেন, স্রষ্টা বা ধর্মীয় দেবতারা যারা আছেন এটি এক এক ধর্মের এক এক রকম। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা যেটি মনে করেন, বিশ্বাস করেন সেই বিশ্বাসের প্রতিসফুলন ঘটুক এবং এর মাধ্যমে সমাজ কলসমুক্ত হোক।

তিনি বলেন, কলেজে সম্মান বাজায় রাখার জন্য ছোটখাটো ভুলত্রুটি বিচ্যুতি মানুষের মাঝে প্রচারিত হলে ভাবমূর্তি নষ্ট হয়, কলেজের মর্যাদা ক্ষুন্ন হয়।আমরা সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবো। যার যার নিজ ধর্ম পালনে সুস্থ পরিবেশ নিশ্চিত হোক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজে উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ ইব্রাহিম আলী, মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসের তত্বাবধায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মহন্ত, সহতত্বাবধায়ক ও সংস্কৃত বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী,
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারুক হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top