রাজশাহী শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১


আরসিআরইউ'র নবীন বরণ অনুষ্ঠান


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪ ২৩:০৯

আপডেট:
৮ নভেম্বর ২০২৪ ২০:১০

ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৪-২৫ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। রবিবার (৬ অক্টোবর ) সকাল ১০ টায় রাজশাহী কলেজের অডিটোরিয়াম রুমে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরসিআরইউ’র সভাপতি আবদুল হাকিম।


সংগঠনটির সাধারণ সম্পাদক শেহের আলী দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ যুহুর আলী ।


সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউতে নবীনদের স্বাগত জানিয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সু-সাংবাদিকতা চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে। শুধু রাজশাহী নয়; এখানকার দক্ষ ও যোগ্য জনশক্তি দেশীয় ও আন্তজার্তিক গণমাধ্যমেও কাজ করছে। অল্প সময়ের মধ্যে এটি তাদের সবচেয়ে বড় সফলতা। এই ধারাবাহিকতা রক্ষায় নতুনদেও তারুণ্যের উদ্যোম ও ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। বুদ্ধিভিত্তিক চর্চার ধারা অব্যহত রেখে দেশের জন্য কাজ করে যেতে হবে।


কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ যুহুর আলী বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্যকে তুলে ধরবে। নিজের ক্যারিয়ার ডেললপমেন্টের পাশাপাশি সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। নবীনদের মাঝে আমি সেই উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি।

অধ্যক্ষ বলেন, তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। যেন তোমাদের কাজ তোমার বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের জন্য সম্মান বয়ে আনে।

সংগঠনটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক শ ম সাজু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি'র শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরসিআরইউ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি মাহাবুল হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু সাইদ রনি, সাংগঠনিক সম্পাদক শেহের আলী দুর্জয়, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আফসানা মিমি, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক ইফতেদাহ, নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা ইয়াসমিন সন্দা ও সুইটিসহ অত্র সংগঠনের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top