রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট প্রাথমিক প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ২০২৪ এর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নাম্বার গ্যালারি রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট ইউনিট এর যুবনেতা মোঃ রবিউল হাসান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম আলী। রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম ও সহকারী অধ্যাপক মোঃ মানিক হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী উপস্থিত সকল রেডক্রিসেন্ট সদস্যদের উদ্দেশ্যে তার শুভেচ্ছামূলক ও বিভিন্ন উপদেশমূলক বক্তব্য তুলে ধরেন। রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট ইউনিট এর স্থায়ী কোনো অফিস রুম না থাকায় বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে রেডক্রিসেন্ট ইউনিট এর জন্য একটি রুমের ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়ার কথা জানান। ভবিষ্যতে রাজশাহী কলেজ রেডক্রিসেন্টকে আরো কার্যকর করে গড়ে তুলতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্যের ব্যাপারে আশ্বাস দেন।
আলোচনা সভায় আলোচনার বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পায় কিভাবে প্রাথমিক অবস্থায় একজন রোগীর চিকিৎসা প্রদান করা যায়। মানুষের মধ্যে যে ভুল চিকিৎসা ধারণাগুলো রয়েছে তা সকলের সামনে তুলে ধার হয়। ভবিষ্যতে প্রশিক্ষণমূলক ট্রেনিং এর মাধ্যমে প্রাথমিক অসুস্থ অবস্থায় একজন রোগীকে কিভাবে চিকিৎসা প্রদান করা যায় সে কিভাবে বৃদ্ধি করা যায় তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আরপি/আআ
বিষয়: রাজশাহী কলেজ রেডক্রিসেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: