পিটিয়ে হত্যা ও হামলার সাংস্কৃতিকে পরিবর্তন করতে চাই: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে আইন এবং বিচার ব্যবস্থা বিদ্যমান। মাঝে মাঝে এমন কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে। আমরা মানুষকে পিটিয়ে হত্যা বা হামলার মতো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে মহানগরীর দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষাক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, একটি বিপ্লবত্তর সময়ে এরকম একটু বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হয়ে থাকে। পৃথিবীতে যে জায়গায় বিপ্লব হয়েছে, সব জায়গায় পরবর্তি সময়ে এরকম হয়। তবে আমরা এগুলোক নিয়ন্ত্রনে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি।
খালিদ হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে সনাতনি ভাই-বোনেরা যাতে শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে এজন্য সকল ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সেই সাথে মাদ্রাসার ছাত্রদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহন করবো।
মতবিনিময় সভায় রাজশাহীর প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরপি/আআ
বিষয়: ধর্ম উপদেষ্টা মাদ্রাসা
আপনার মূল্যবান মতামত দিন: