রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১১ই মাঘ ১৪৩১


বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না, জাতীয় সঙ্গীত ইস্যুতে ধর্ম উপদেষ্টা


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৮

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৫:৩০

ছবি: রাজশাহী পোস্ট

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্র্বতীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এ কথা বলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আল মারকাজুল ইসলামি আস সালাফি মাদ্রাসায় মতবিনিময় সভা শেষে জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এসব বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু। এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমার হাত দেবো না।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতীর দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনায়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয় হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top