বিভাগীয় কমিশনারের আশ্বাসে ক্লাসে ফিরলেন মাদ্রাসার শিক্ষার্থীরা
রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ১৯ আগস্ট থেকে বিক্ষোভ করে আসছে মাদ্রাসার শিক্ষার্থীরা। চলমান এই পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মাদ হুমায়ুন কবীর।
আজ রবিবার (২৫ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ
সাইয়্যেদ এইচ এম শহিদুল ইসলাম এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
এরপরে রাজশাহী বিভাগীয় কমিশনার উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ উঠায়। তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন এবং ৬ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবং সকল শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই অধ্যক্ষ একজন আওয়ামী লীগের দালাল তিনি দুর্নীতি, অনিয়ম করে এই মাদ্রাসার অধ্যক্ষের পদে বসেছেন। সরকার থেকে তাকে কোন বেতন দেওয়া হয়না। তার বেতন তুলে নিতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেনতসহ বিভিন্ন খাদে বেশি বেশি টাকা আদায় করতো। তাই সাধারণ শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে আন্দোলন করে।
আরপি/আআ
বিষয়: মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ
আপনার মূল্যবান মতামত দিন: