রাজশাহী সোমবার, ২৪শে জুন ২০২৪, ১১ই আষাঢ় ১৪৩১


রাজশাহী কলেজ শাখা রেডক্রিসেন্টের কমিটি যোষণা


প্রকাশিত:
৩০ মে ২০২৪ ১৬:৪৮

আপডেট:
৩০ মে ২০২৪ ১৮:১৪

 ছবি:সংগৃহিত

রাজশাহী কলেজ শাখার রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার (২৯ মে) রবিউল হাসান মিন্টুকে দল প্রধান ও নুরুল ইসলামকে উপদল প্রধান-১ নুসরাত জাহানকে উপদল প্রধান-২ করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন রাাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। আরসিওয়াই টিচার ইন চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন কলজের সহযোগী অধ্যপক মো: আব্দুস সালাম।

কমিটি অন্যান্যরা হলেন, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান জাকি মুজাহিদ, উপপ্রধান ১- জিয়ারুল ইসলাম উপপ্রধান ২- ইমরান হোসেন। সেবা ও স্বাস্থ্য বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রত্মা, উপপ্রধান ১- নিরব উপপ্রধান ২-মিনা। রক্ত বিষয়ক প্রধান উসমান গণি মারুফ, উপপ্রধান ১- ইশরাত জাহান উপপ্রধান ২- আসাদুজ্জামান। বন্ধুত্ব বিভাগীয় প্রধান রাশেদ আহমেদ, উপপ্রধান ১- আয়েশা খাতুন উপপ্রধান ২ পিয়াস।
ক্রীয়া ও সংস্কৃতি প্রধান ওয়ালিউল্লাহ, উপপ্রধান ১- শাকিল উপপ্রধান ২- আয়েশা সিদ্দিকা। গণসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান ইয়ামিন, উপপ্রধান ১- লুনা খাতুন উপপ্রধান ২- মাসতুরা সাদিয়া বৃষ্টি।

 

 

আরপি/আআ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top