রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিট জবিতে উপস্থিতি ৮৩ শতাংশ


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪ ২২:৪৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২২:৪৪

 ছবি:সংগৃহিত

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (এপ্রিল) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হয়। অন্য কেন্দ্রের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬টি কেন্দ্রেও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৩ শতাংশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে মোট ৫৩ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর আসন ছিল। পরীক্ষায় উপস্থিত হয় ৪৪ হাজার ৬৮৬ জন।

পরীক্ষার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন এবং সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. সাদেকা হালিম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনসহ শিক্ষকরা কাজ করেছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হয়েছে।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top