রাজশাহী মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


রাজশাহী কলেজ আন্ত:বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকর্ম


প্রকাশিত:
১০ মার্চ ২০২৪ ২২:৩৯

আপডেট:
১৪ অক্টোবর ২০২৫ ০৬:১৯

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজ আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মার্কেটিং বিভাগকে পরাজিত করে। পরে চ্যাম্পিয়ন দল ও ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ক্রীড়া কমিটির আহ্বায়কসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ঞ-২০ এর ফাইনাল ম্যাচে সমাজকর্ম বিভাগ মার্কেটিং বিভাগকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top