রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত
রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার চলতি ব্যাচের দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর কোর্ট এলাকায় অবস্থিত মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন কোনো দিক থেকে পিছিয়ে নেই, এটা বারবার প্রমাণ হয়েছে। তাই তোমরাও পারবে, শুধু সৎ সাহস এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। তোমরা পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দিবে এবং ভালো রেজাল্ট করবে বলে আশা রাখি। মাদ্রাসার শত ভাগ শিক্ষার্থী পাস করে এই ঐতিহ্যবাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সুনাম অক্ষত রাখবে।
গভর্ণিং বডির সভাপতি মোর্শেদ মনজুর হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি মেডিসিন পাবনা মেডিকেল কলেজের প্রফেসর ড. কাজী মহিউদ্দিন আহমেদ। দোয়া পরিচালনা করেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এইচ এম শহিদুল ইসলাম।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: