রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪ ২১:৪৮

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৪ ২১:৫৮

পুরস্কার বিতরণ

রাজশাহী কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ কামারুজ্জামান ভবনে এ ফল প্রকাশ করা হয়।

এসময় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে এবং ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি শাখার ১০জন করে গরীব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ কাঙ্খিত ফলাফল অর্জনে কলেজে নিয়মিত উপস্থিতি, যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। 

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, দ্বাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। 

 

 

 

 

আরপি/আআ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top