আগামী ১৮ সেপ্টেম্বর রাবি ছাত্রলীগের সম্মেলন
অর্ধযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২৩ আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সম্পর্ক এগিয়ে নিতে একমত হাসিনা-মোদি
পদপ্রত্যাশীরা জানান, দীর্ঘদিন পর সম্মেলন হতে যাচ্ছে। আশা করি, যোগ্য প্রার্থীদের হাতেই নেতৃত্বে আসবে। যারা দীর্ঘদিন ক্যাম্পাসে ত্যাগের সঙ্গে রাজনীতি করেছে তারাই মূল্যায়ণ পাবেন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা সম্মেলনের জন্য প্রস্তুত আছি। আশা করি, উৎসবমূখর পরিবেশে নতুন নেতৃত্ববৃন্দের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব। যোগ্য নেতৃত্ব দায়িত্বে এসে শাখা ছাত্রলীগের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করবে এ প্রত্যাশা করেন তিনি।
এদিকে, পৃথক এ বিজ্ঞাপ্তিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: