রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


রাজশাহী কলেজ রোভার স্কাউটের সভাপতি মাসুদ, সম্পাদক তৌফিকুল


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৩ ০২:৫২

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২২:২২

ফাইল ছবি

রাজশাহী কলেজ রোভার স্কাউটের চলতি বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ রোভার ডেনে কার্যনির্বাহী সভায় সর্বম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় রাজশাহী কলেজের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম এ এল টি উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: ইউনিটের সিনিয়র রোভার মেট বকুল ইসলাম, ইউনিটের সিনিয়র রোভার মেট শিমুল আলী, ইউনিটের সিনিয়র রোভার মেট আনিকা আনজুম মিম এ্যামি, ইউনিটের সিনিয়র রোভার মেট সৈয়দ রুকাইয়া জেবীন ।

এসময় রাজশাহী কলেজের আরএসএল তরিকুল ইসলাম আনসারী, ড. জহিরুল ইসলামসহ সকল স্তরের রোভাররা উপস্থিত ছিলেন। 

এদিকে পুরাতন কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সাধুবাদ এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

তিনি বলেন, যে কোনো কমিটির মধ্যে কিছুটা ভুলত্রুটি থেকে যায়। সেটা থেকে বেরিয়ে এসে সংগঠনকে এগিয়ে নেওয়ায় কল্যাণকর। তাই নতুন কমিটি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে রাজশাহী কলেজকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী অধ্যক্ষ। 

 

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top