রাবিতে সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অনলাইনভিত্তিক উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশাররফ হোসেন গ্যালারিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজন‘র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সহযোহিতায় ছিল দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ।
সভায় প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, মোহনপুর উপজেলা জামে মসজিদের ইমাম মো. আব্দুল বারী ও দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সফিউল আউয়াল।
এতে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শফিউল আউয়ালসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্বজনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন হলের কর্মীবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৮০ জন শিক্ষার্থী। এদিন উন্মুক্ত আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে অনুষ্ঠানটিকে প্রাণচঞ্চল করে দেয়।
আরপি/আআ
বিষয়: রাবি আলোচনা সভা স্বজন
আপনার মূল্যবান মতামত দিন: