রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাস


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ০১:০৩

আপডেট:
৩ মে ২০২৪ ০৩:০৯

রাজশাহী কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাস

আকাশজুড়ে সাদা মেঘের খুনসুটি। কখনও কখনও সেই আকাশে চোখ রাঙায় ঘন কালো মেঘ। হঠাৎ করেই মেঘের গুড়ুম গুড়ুম ডাক সঙ্গে ঝুম বৃষ্টি। এমন ধারায় কারণে-অকারণে ভিজতে দেখা যায় তরুণদের। বৃষ্টিভেজা তারুণ্যের দেখা বেশি মেলে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ব্যতিক্রম নয় রাজশাহী কলেজ। বৃষ্টি এলেই এখনকার শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে মেতে ওঠেন খুনসুটি আর দুরন্তপনায়। তাদের খুনসুটিতে বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতি সতেজ হয়ে ওঠেছে এক অপার সৌন্দর্যে। আর সে সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

রাজশাহী কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাস

বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পায় দুষ্কর বৃষ্টির কথা শুনলেই কেন যেন মনে পড়ে যায় শৈশব কালের কথা, শৈশবকালে বৃষ্টি ভেজা আনন্দে মেতে ওঠেনি এমন মানুষ পাওয়া খুব কষ্টকর, বৃষ্টিতে ভিজে নিজের সজীবতা ফিরে আনা যেন সহজ মন্ত্র। কেউ বৃষ্টির পানি দিয়ে নিজের কষ্ট বেদনা মুছে ফেলার চেষ্টা করছে, কেউ কেউ আবার বৃষ্টি নামলেই সমস্ত কিছু বাঁধ ভেঙ্গে মেতে ওঠেছে শৈশবের কালের বৃষ্টিভেজা উল্লাসে। বৃষ্টি নামার সাথে সাথেই দেখা যায় শিক্ষার্থীদের বৃষ্টি বিলাস।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃষ্টির সময় দেখা যায়, আনন্দে শৈশবে হারিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা। বৃষ্টি যেন এসে তাদের দুঃখ কষ্ট দূর করে আনন্দ উচ্ছাসে মাতাল করে তুলেছে। কলেজ ক্যাম্পাসে বৃষ্টির মধ্যে মেঘ গুম গুম শব্দ করে গান গেয়েছে অনেকে আবার সেই গানের সাথে মিলেছে শিক্ষার্থীরা। দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে থেকে দরে এসে বৃষ্টিতে ভেজা শুরু করে শিক্ষার্থীরা। কেউ বৃষ্টিতে ভিজছে, কেউ নাচছে, কেউ খেলছে, কেউ বা আবার ছাতা মাথায় নিয়ে ঘুরে ঘুরে অবলোকন করছে। যেন বৃষ্টির সাথে উল্লাসে মেতে উঠেছে রাজশাহী কলেজ ক্যাম্পাসের প্রকৃতি।

বৃষ্টিতে ভেজা শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে হিসাব বিজ্ঞান বিভাগের মার্ষ্টার শেষ বর্ষের শিক্ষার্থী তানিয়া আকতার বলেন, বৃষ্টি এলে যেন মন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বৃষ্টিতে ভেজার জন্য মন শুধু ছটফট করতে থাকে। বৃষ্টিতে ভিজে যেন শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়।

গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ জুনায়েদ বলেন, বৃষ্টিতে ভেজার সময় কষ্টগুলো পানি হয়ে ঝরে পড়ে। আর বেঁচে থাকার ইচ্ছেটা আরো বেড়ে ওঠে। তাই বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। রাজশাহীতে বৃষ্টির পরিমাণ খুবই কম। মাঝেমাঝে বৃষ্টির দেখা মেলে। সেদিন ক্লাসের ফাঁকে অনেকেই দেখলাম বৃষ্টিবিলাস করছে। তাই নিজেকে আর সংযত রাখতে পারলাম না।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top