রাত সাড়ে ৮টার মধ্যে রাবির সব দোকান বন্ধের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যান্তরের সব দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের শৃঙ্খলা ও বহিরাগতদের আনাগোনা বন্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা যদি শৃঙ্খল ও সুন্দর ক্যাম্পাস চাই তাহলে দোকানগুলো বড় একটা ফ্যাক্টর। দোকানগুলো খোলা থাকার কারণে বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। শিক্ষার্থীরাও চায় যেন বহিরাগতদের আনাগোনা কম থাকুক ক্যাম্পাসে। ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার সহযোগিতায় এই ক্যাম্পাস সুন্দর হবে এটাই প্রত্যাশা করি।
দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধে করলে ক্যাম্পাসের নিরাপত্তা ও বহিরাগতদের আনাগোনা কমানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য বলেন, ‘সারা বিশ্বের দোকানপাট সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ হয়ে যায় , তাহলে ওই দেশের লোকেরা কি বেঁচে থাকে না, তারা কি খায় না। তাই আমরা যদি ভালোই চাই ধীরে ধীরে এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে সহযোগিতা করি তাহলে সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস সম্ভব বলে আমি বিশ্বাস করি।’
আরপি/এসআর-০৩
বিষয়: রাবি
আপনার মূল্যবান মতামত দিন: