রাজশাহী শনিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে ছুটি ঘোষণা


প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০৫:২০

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪

ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ ঘটেছে। দফায় দফায় ওই সংঘর্ষ থামাতে গিয়ে একপর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষ ঘটে। পরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনার পর অনিবার্য কারণ দেখিয়ে একদিন আগেই কলেজে ছুটি ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

রোববার (৫ মার্চ) বিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ, ২০২৩ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ, ২০২৩ এবং ‘পবিত্র শবে-ই-বরাত’ উপলক্ষে ৮ মার্চ, ২০২৩ তারিখেও কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে ৮ মার্চ, ২০২৩ তারিখ ছাড়া বাকি দুইদিন কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে বলেও এতে উল্লেখ রয়েছে।

গত বৃহস্পতিবার (২ মার্চ) আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। পরে একই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। পুরোনো সেই ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধরও করে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষও ঘটে।

আগের ক্ষোভের অংশ হিসেবে রোববার সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রিন রোড) হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে টিয়ারশেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top