রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ট্রাক চাপায় প্রাণ গেল আজিজুল হক কলেজ শিক্ষার্থীর


প্রকাশিত:
৫ মার্চ ২০২৩ ১১:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

ফাইল ছবি

বগুড়ায় ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরে চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৩) মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

নিহত রাফসান সিয়াম বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র। বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।

শহরের উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, শনিবার(৪ মার্চ) সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির অজ্ঞাত এক ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ইন্সপেক্টর সুজন মিঞা আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: নিহত


আপনার মূল্যবান মতামত দিন:

Top