গলায় মাফলার প্যাচিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীতে গলায় মাফলার প্যাচিয়ে এক রাজশাহী কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে নগরীর কাজিহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম আল সিয়াম (১৭)। তিনি নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের কাশেম আলীর ছেলে। তিনিরাজশাহী কলেজে ইন্টারমেডিয়েট প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান বলেন, নগরীর কাজিহাটা এলাকায় বোনের সাথে এক ভাড়া বাসায় থাকতো সে। তার বোনও রাজশাহী কলেজে অনার্সে পড়াশোনা করে। দুপুরে খাওয়া দাওয়া শেষে দুজন আলাদা রুমে যান। বিকেলে ঘুম থেকে উঠে তার বোন গলায় মাফলার প্যাচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখেন।
তার বাবা প্রবাসে থাকায় মা এসেছেন। ছেলেটা এন্ড্রোয়েড ফোনও ব্যবহার করে না। কেন আত্মহত্যা করে থাকতে পারে কেউ বলতে পারছেন না বলেও জানান উপাধ্যক্ষ।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের দাবির প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরপি/এসআর
বিষয়: রাজশাহী কলেজ আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: