রাজশাহী কলেজে শিক্ষামন্ত্রী
দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পৌঁছাবো

বাংলাদেশের ১৩টি শতবর্ষী কলেজের শিক্ষার মানোন্নয়নে রাজশাহী কলেজে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল বেলা এগারোটার দিকে কলেজ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেন, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে মানসম্মত শিক্ষায় পৌঁছাতে চাই। কোন জায়গায় নিয়ম শৃঙ্খলার অবনতি হলে সেগুলোর বিরুদ্ধে মন্ত্রাণালয় অবশ্যায় ব্যবস্থা নেবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সকলের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। তার মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পৌঁছাবো।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষাকরা কোন আন্দোলন করছে না। এখানে কিছু অভিযোগ তারা দিয়েছেন। প্রথা অনুযায়ি সেগুলোর কোন প্রামাণ থাকে তাহলে অন্য জায়গায় যেমন ব্যবস্থা নেয়া হয়েছে, তেমন ব্যবস্থা নেয়া হবে।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: