রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রামেবিতে এপিএ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২২ ০২:৪০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০০:১০

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় রামেবির সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান।

রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। কর্মশালায় রামেবি রেজিস্টার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, উপ-রেজিস্টার এবং এপিএ বাস্তবায়নের ফোকাল পয়েন্ট ডা. আমিন আহমেদ খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। আগামীকাল  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ কর্মশালা শেষ হবে।

কর্মশালায় রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সরকারের সকল সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকে যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করেন, তাহলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ও জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত ‘রুপকল্প ২০৪১’ বা ‘বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নের দিকে আমরা সঠিকভাবে এগিয়ে যাবো।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top