রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. ওসমান গনি। মঙ্গলবার দুপুরে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন তিনি।
২০১৬ সালের ২৬ নভেম্বর ভাষা বিভাগ থেকে আলাদা হয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউল্যাহ'র তিন বছরের মেয়াদ শেষ হয় গতকাল (২৫ নভেম্বর)।
পরে আজ মঙ্গলবার নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. ওসমান গনি আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন।
উল্লেখ্য, নতুন চেয়ারম্যান ভাষা বিভাগের অন্তর্ভুক্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানকে বিদায় ও নতুন চেয়ারম্যানকে সাদরে বরণ করে নেয়।
আরপি/ এমএএইচ
বিষয়: রাবি দায়িত্ব গ্রহণ নতুন চেয়ারম্যান
আপনার মূল্যবান মতামত দিন: