রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরিদর্শক শামসুজ্জোহা


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০৬:১২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:০৩

সংগৃহিত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. শামসুজ্জোহা। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিষয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাকে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের সর্বশেষ কলেজ পরিদর্শক ছিলেন অধ্যাপক মো. হাবিবুর রহমান। গত ২৩ নভেম্বর তিনি বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পান। এরপর থেকে রাজশাহী বোর্ডের কলেজ পরিদর্শকের পদটি খালি ছিলো।

আরপি/ এসএডি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top