রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক : শিক্ষামন্ত্রী


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৩:৫৮

আপডেট:
১৪ আগস্ট ২০২২ ০৩:৫৯

সংগৃহিত

বর্তমানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হলেও এক বছর কমানোর পক্ষে মত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যে কোর্স তিন বছরে শেষ করা যায়, সেখানে এক বছর বাড়িয়ে নেওয়ার কোনো মানে হয় না।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাসে শোক দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দীপু মনি জানান, কোর্সের মেয়াদ অতিরিক্ত এক বছর বেশি হওয়ায় অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ছাড়া শিক্ষার্থীরা চাকরি বাজারে প্রবেশে পিছিয়ে পড়ছেন। এতে শিক্ষার মানেরও উন্নতি হবে। পৃথীবির অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের, সেখানে আমাদের ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে এর কোনো মানে নেই।


ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবীরা অনেক সময় এর বিরোধিতা করেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সংগঠনের সঙ্গে সরকারের সব সময় ঘনিষ্ঠতা রয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি।

আরপি/ এসএডি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top