রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


৮ আগস্টের মধ্যে দেয়া হবে রাবি ভর্তি পরীক্ষার ফল


প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ০২:০৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৫:১৩

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষাবর্ষ-২০২১-২২ এর স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল ৮ আগস্টের মধ্যে দেয়া হবে। বুধবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ আগস্টের মধ্যেই সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেয়া হবে। তবে এর আগেই বিশ্ববিদ্যালয় বলতে পারবে বলে আশা করেন কর্তৃপক্ষ।

এর আগে, গত সোমবার (২৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জানিয়েছিলেন, আগামী ৮ আগস্টের মধ্যে প্রকাশ করা হতে পারে ফলাফল এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, এবার ধীরে যেতে চাচ্ছি, যাচাই-বাছাই করব। ১ অক্টোবর থেকে ক্লাস শুরু করব, এমন ঘোষণা দিয়েছি। গতবার তাড়াহুড়ো করতে গিয়ে কিছু কারিগরি ত্রুটি হয়েছে বাণিজ্য অনুষদে। ওএমআর ফল পাওয়ার পর আমরা একটু সময় নিই। এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য।

 

আরপি/ এমএএইচ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top