রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী গৌরব সেনকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর বাসা বাগেরহাট জেলায়।
আহত রুয়েট শিক্ষার্থী গৌরব সেন বলেন, ‘সাধুর মোড় এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা ঘিরে ধরে। ওই সময় ছিনতাইকারী আমার কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। ফোনটির দাম ৪২ হাজার টাকা। সে সময় বাধা দিলে ছিনতাইকারী আমার মাথায় ছুরিকাঘাত করে। পরে চিৎকার দিলে ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।’
এদিকে সূত্র বলছে, নগরীর সাধুর মোড়, মোন্নাফের মোড়, দেবিশিংপাড়া এলাকায় সন্ধ্যার পরপরই ছিনতাইকারীদের আনাগোনা শুরু হয়। রাত ৮ টা থেকে চলে তাদের চুরি, ছিনতাই। আর দিনভর চলে ইভিটিজিংয়ের মতো কর্মকাণ্ড। যার ভুক্তভোগী হন ওই এলাকায় মেসে থাকা ছাত্রছাত্রীরা। রাত নামলেই বাইরে বের হতে পারেন না তারা।
সূত্র আরও জানায়, এই ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: